স্বাস্থ্য খাতে সাফল্য : প্রধানমন্ত্রী জাতিসংঘে আমন্ত্রিত

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন বলেছেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশেরসাফল্যের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের আসন্ন সাধারণঅধিবেশনে বক্তৃতা দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায়বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ৬হাজার ১৫১ জন ডাক্তারের চাকরিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করাহয়। তিনি বলেন, বিশ্বে স্বাস্থ্য খাতে বাংলাদেশ সেরা সাফল্য দেখিয়েছে। একারণে জাতিসংঘ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে সাফল্যের জন্য এর আগে বাংলাদেশের এমডিজিপুরস্কার প্রাপ্তি এবং স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্য নিয়ে ব্রিটিশচিকিত্সা সাময়িকী ল্যানসেটে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার বিষয়টিওঅনুষ্ঠানে তুলে ধরেন স্বাস্থ্য সচিব।