স্বামী বাবুকে খুঁজতে চুয়াডাঙ্গার পথে পথে মেহেরপুরের রূম্পা

স্টাফ রিপোর্টার: মেহেরপুর থেকে স্বামী বাবুকে খুঁজতে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার পথে ঘুরে হয়রান হয়েছেন স্ত্রী রূম্পাসহ দু নারী। গতকাল দুপুর থেকে দীর্ঘসময় ধরে বাবুর ছবি নিয়ে বিভিন্ন চা দোকানে ঘুরে সন্ধান নিতে থাকেন তারা। না, সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী রূম্পা তার স্বামী বাবুকে খুঁজে পায়নি। রূম্পার এটা দ্বিতীয় স্বামী। বাবুরও দ্বিতীয় স্ত্রী রূম্পা।
জানা গেছে, মেহেরপুর গোরস্তানপাড়ার আনছার আলীর ছেলে বাবু প্রথম স্ত্রী নিয়ে ঘর সংসার করে আসার এক পর্যায়ে দু সন্তান আসে তাদের। একইপাড়ার কুদ্দুস আলীর মেয়ে রূম্পাও প্রথম স্বামী নিয়ে ঘর সংসার করার সময় দু সন্তানের জননী হয়। রূম্পর দাম্পত্য বিচ্ছেদ হলে সে ওই বাবুকে বিয়ে করে। সংসারে জ্বলে ওঠে অশান্তির আগুন। শেষ পর্যন্ত বাবু বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে আশ্রয় নেয়। সে তার দ্বিতীয় স্ত্রীকে জানায়, আরও একটা বিয়ে করে চুয়াডাঙ্গায় আছি, তোমাদের কারো খোঁজ নেয়ার দরকার নেই। এতে কি আর মন মানে? তাই তো দ্বিতীয় স্ত্রী রূম্পা এক সহযোগীকে সাথে নিয়ে গতকাল ঘুরেছে চুয়াডাঙ্গা স্টেশন এলাকাসহ ফার্মপাড়ার অলিগলি। শেষ পর্যন্ত দীর্ঘ শ্বাস ছেড়ে বলেছেন, ‘লোকটা কোথায় যে গিয়ে পলালো?