স্কাউট সদস্যদের পদচারণায় মুখরিত পুরো ক্যাম্পাস

জীবননগরের উথলীতে পাঁচ দিনব্যাপী স্কাউটার আব্দুল গফুর ৫ম জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী স্কাউটার আব্দুল গফুর ৫ম জেলা স্কাউট সমাবেশ ২০১৭ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল সমাবেশের উদ্বোধন করেন। স্কাউট সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান। স্কাউট লিডার মনোয়ার আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা স্কাউটের কমিশনার উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান ও সদর উপজেলা স্কাউটের সহকারী কমিশনার শেখ ইলিয়াস উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল বলেন, অনুকূল পরিবেশে  খাপ খাইয়ে চলা এবং প্রতিকূল পরিবেশ মোকাবেলা করায় স্কাউটদের বৈশিষ্ট। স্কাউটদের মূলনীতি হচ্ছে মানবকল্যাণে ও মানব উন্নয়নে কাজ করার। আজকের স্কাউটরা সেই নীতি মেনে নিজেদেরকে গড়ে তুলবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্কাউট সদস্যদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনে চুয়াডাঙ্গা জেলার নেতৃত্ব দেবে। এজন্য নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রথম প্রয়োজন ভালো বন্ধু নির্বাচন করা। কেবলমাত্র ভালো বন্ধু নির্বাচন করতে পারলেই তোমরা দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। এবারের সমাবেশে জেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয় ও আলমডাঙ্গার হামিদা বেগম মুক্ত স্কাউট দলের মোট ৩২০ জন সদস্য অংশ নিচ্ছে। আগামী ৬ মে সমাবেশের সমাপনী হবে।