সৌরচালিত বিমানের বিশ্বযাত্রা

মাথাভাঙ্গা মনিটর: সৌরচালিত বিমানে করে পৃথিবী প্রদক্ষিণের নতুন রেকর্ড সৃষ্টির একটি উদ্যোগ আবুধাবি থেকে শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টা ১২ মিনিটে সোলার ইমপালস-২ নামের বিমানটি আবুধাবির আমিরাত বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাস্কাটের দিকে যাত্রা শুরু করে বলে জানা গেছে। আগামী পাঁচমাসে বিমানটি সারাবিশ্ব প্রদক্ষিণের পথে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে প্রশান্ত  ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেবে। এক আসনের সোলার ইমপালস-২ পরিচালনা করছেন সুইস পাইলট আন্দ্রে বর্শ্চবার্গ। পথে আরেক সুইস পাইলট বার্টান্ড পিকার্ড বিমানটির দায়িত্ব নেবেন। ভ্রমণপথে বিমানটি বিশ্বের বেশ কয়েকটি এলাকায় থামবে। এ সময় বিমানটি রক্ষণাবেক্ষণ তদারকি করা হবে ও পাইলট বিশ্রাম নেবেন। ভ্রমণ পথে বিমানটি দুষণবিহীন প্রযুক্তির প্রচারণা চালাবে। উড্ডয়নের আগে বর্শ্চবার্গ বিবিসিকে বলেন, আমাদের অত্যন্ত বিশেষ ধরনের এ উড়োজাহাজটির বিষয়ে আমি আস্থাশীল। এটি আমাদের নিয়ে বড় মহাসাগরগুলো পাড়ি দিতে পারবে।