সেরা মুসলিম সুন্দরী তিউনিসিয়ার ফাতমা

 

মাথাভাঙ্গা মনিটর: তিউনিসিয়ার তরুণী ফাতমা বেন গুয়েফ্রাচ সেরা মুসলিমার (মুসলিম সুন্দরী) মুকুট জিতেছেন। মুসলিম নারীদের নিয়ে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মুসলিমাহ অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় ১৮ জন ফাইনালিস্টের মধ্যে সবাইকে ছাড়িয়ে সেরা মুসলিম সুন্দরী নির্বাচিত হন তিনি। পশ্চিমা বিশ্বে প্রচলিত সুন্দরী প্রতিযোগিতার পাল্টা শুধু মুসলমান নারীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার হিসেবে ২৫ বছর বয়সী এ কম্পিউটার বিজ্ঞানীকে দেয়া হয় একটি সোনার ঘড়ি, সোনার ডিনার সেট ও কাবাঘরের একটি ক্ষুদ্র প্রতিকৃতি। ওয়ার্ল্ড মুসলিমাহ খেতাব জিতে উচ্ছ্বসিত তিউনিসিয়ান তরুণী ফাতমা বলেন, আল্লাহর সহায়তায় আমি এতোদূর এসেছি। আমার চাওয়া হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং সিরিয়ার মানুষের মুক্তি। ১৮ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে কম্পিউটার বিজ্ঞানী এবং ডাক্তারের মতো পেশাজীবী তরুণীরাও ছিলেন। বাংলাদেশি তরুণী তারান্নুমও ছিলেন ১৮ জনের একজন। তারান্নুম পেশায় একজন চিকিৎসক। ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীদের জন্যই এ প্রতিযোগিতা উন্মুক্ত ছিলো।