সেন্টুকে দেখতে গেলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক সভাপতি মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেন্টু দুরারোগ্য ব্যাধি লাঞ্চ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। অসুস্থ সেন্টুকে দেখতে গেলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল শুক্রবার বেলা ১১টায় সেন্টুর নিজ বাড়ি বোয়ালমারীতে এমপি ছেলুন যান। সেন্টুর শয্যাপাশে বসে কিছুক্ষণ কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে ইলিয়াস হোসেন সেন্টু সাবেক জেলা যুবলীগের সভাপতি ছিলেন। ইউপি মেম্বার থেকে শুরু করে মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন তিনি। খুব শাধাশিধে জীবনযাপনকারী এই মানুষটি দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি লাঞ্চ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছেন। খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি গতকাল তাকে দেখতে যান। তার শয্যাপাশে বসে অনেক কথা বলেন। চিকিৎসার খোঁজ খবরও নেন। এ সময় তার সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল, সাধারণ সম্পাদক খালিদ হোসেন মিলন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন, মোমিনপুর চেয়ারম্যান পদপ্রার্থী সদর উপজেলা মহিলা লীগের সভানেত্রী শেফালী খাতুন, বাবলু মেম্বার, মোমিন মজিদ, রাজ্জাক, টুটুল, সানাউল ও জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির।