সুপ্র’র উদ্যোগে জাতীয় বাজেট পরবর্তী আলোচনাসভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় বাজেট পরবর্তী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে সুপ্র চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি অ্যাড. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুব।বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রস্মারণ অধিদপ্তরের উপপরিচালক হরিবুলা সরকার, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ওয়াহিদ মাহমুদ রবিন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুপ্র-জেলা কমিটির সম্পাদক ও রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। ঘোষিত বাজেটের ওপর সুপ্র’র অবস্থানপত্র উপস্থাপন করেন সুপ্র-চুয়াডাঙ্গা জেলা কমিটির সহসভাপতি শাহীন সুলতানা মিলি। বাজেট আলোচনায় বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. সামসুজ্জোহা, জাতীয় গণফ্রন্ট চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক লিটু বিশ্বাস, ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক আলাউদ্দীন ওমর, জেলা জাসাস সভাপতি সহিদুল হক বিশ্বাস, জেলা লোকমোর্চা সহসভাপতি রাশেদ-উল ইসলাম জোয়ার্দ্দার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব, সাবেক শিক্ষা অফিসার ইদ্রিস হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুরুন্নাহার কাকলী, অ্যাড. নওশের আলী, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী জহির রায়হান, শাহেদ জামাল, মাসিক দিনবদলের সম্পাদক, রিচার্ড রহমান, যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, ওয়েভ ফাউন্ডেশনের সহকারী প্রকল্প সমন্বয়কারী নুঝাত পারভীন, সিডিএফের প্রকল্প সমন্বয়কারী আসমা হেনা চুমকিপ্রমুখ। আলোচকবৃন্দ তাদের আলোচনায় বাজেটে অন্তর্ভূক্তির জন্য স্থানীয় এবং জাতীয় ইস্যুতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। আলোচনাসভা থেকে প্রাপ্ত সুপারিশসমুহ অর্থমন্ত্রী এবং সুপ্র সচিবালয়ে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়।