সুন্দরী হতে গিয়ে থাইল্যান্ডে ব্রিটিশ তরুণীর মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে কে না চায়? সুন্দর হতে গিয়ে অনেকেই মোটা অঙ্কের টাকায় করান প্লাস্টিক সার্জারি। আবার অনেকে হন স্লিম। এ সৌন্দর্যের পিছনে ছুটতে গিয়েই ব্রিটেনের ২৩ বছর বয়সী এ তরুণী প্রাণ হারিয়েছেন। প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে থাইল্যান্ডে তার মৃত্যু হয়। এদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে চিকিৎসককে। নিজের দেশের কোনো চিকিৎসকের কাছে না গিয়ে, শরীরের মেদ কমানোর জন্য ২৩ বছরের তরুণীটি থাইল্যান্ড গিয়েছিলেন কম খরচে সুন্দর হওয়ার জন্য। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরের লাট ফারো জেলার এক ক্লিনিকে ১৪ অক্টোবর লিপোসাকশন অপারেশন করান তিনি। তবে কয়েকদিনের মধ্যেই দেখা দেয় সমস্যা। বৃহস্পতিবার তাই ছুটে গিয়েছিলেন ক্লিনিকে। ডাক্তার জানান, ইনফেকশন হয়েছে। সেই রাতেই মারা যান ওই তরুণী। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এক পুলিশ কর্মকর্তা জানান, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই চিকিৎসককে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের জেল হতে পারে তার।