সুইডেনের রাষ্ট্রদূতকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সম্প্রতি সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী নারী ও ভিন্নমতাবলম্বীদের প্রতি সৌদি সরকারের সমালোচনা করায় এ পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এর আগে স্টকহোম থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিলো সৌদি আরব। ভিন্নমতাবলম্বী ব্লগার রাফি বাদাবিকে বেত্রাঘাতের দণ্ডাদেশের সমালোচনা করে টুইট করেছিলেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালস্ট্রর্ম। টুইটে তিনি এ শাস্তিকে মত প্রকাশের আধুনিক মাধ্যমকে স্তব্ধ করে দেয়ার এক নির্দয় উদ্যোগ বলে মন্তব্য করেছিলেন। নারীদের ওপর গাড়ি চালাতে নিষেধাজ্ঞা ও সিদ্ধান্তের জন্য পুরুষদের ওপর নির্ভর করার সৌদি নীতিরও সমালোচনা করেছিলেন তিনি।