সীমান্তে মানুষ হত্যা ও চোরাচালান বন্ধে মহেশপুরে মতবিনিময়

মহেশপুর প্রতিনিধি: সীমান্তে মানুষ হত্যা ও চোরাচালান বন্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুসুমপুর বিজিবি কর্তৃক আয়োজিত সীমান্তে হত্যা চোরাচালান বন্ধে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান (পিএসসি) একথা বলেন।

৬ বিজিবি কমাডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয়সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপঅধিনায়ক জাহিদ হোসেন, মহেশপুর সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ, মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন, মানবাধিকার কর্মী ও মহেশপুর প্রেক্লাবের সভাপতি আব্দুর রহমান, স্বরুপপুর ইউপি চেয়ারম্যান জুলফিক্কার আলী, বশির আহাম্মেদ প্রমুখ। বক্তারা সীমান্তের জিরো পয়েন্ট পার না হওয়ার আহ্বান জানান। এর আগে বাঘাডাঙ্গা বিজিবি কর্তৃক স্থানীয় হাইস্কুল মাঠে মতবিনিমিয়সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ছাদেকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আলা উদ্দীন, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম স্বপন, বিওপি কমান্ডার সুবেদার রুস্তম আলী।