সিরিয়া হামলায় আমেরিকার প্রস্তুতি চূড়ান্ত : হেগেল

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন প্রতিরক্ষা সচিব চাক হেগেল বলেছেন, সিরিয়ায় হামলার জন্য আমেরিকা চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। গতকাল মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অনুমতি দিলেই মার্কিন সৈন্যরা হামলা চালাবে সিরিয়ায়। এদিকে রাসায়নিক হামলার জন্য সিরীয় সরকারকে কঠোর জবাব দিতে হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। কেরি বলেছেন, নিষ্পাপ মানুষ, শিশু, নারী এবং বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করে নৈতিক সীমা লঙ্ঘন করেছে সিরিয়া সরকার। গত সোমবার টেলিভিশনে দেয়া বিবৃতিতে কেরি বলেন, যা ঘটেছে প্রেসিডেন্ট আসাদ তার কোনোটাই অস্বীকার করতে পারেন না। বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্ত মানুষদের ওপর সবচেয়ে ঘৃণ্য অস্ত্র যারা ব্যবহার করেছে, তাদের অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। কেরি আরো জানান, তাদের কাছে এ হামলা সম্পর্কিত আরো তথ্য রয়েছে এবং সব তথ্য এক করে সহযোগী দেশগুলো একত্র হয়ে তারপর জনসমক্ষে সেগুলো খুব শিগগিরই তুলে ধরা হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়া ইস্যুতে একমত না হওয়ায় হেগ-এ চলতি সপ্তায় সিরিয়ার মিত্র দেশ রাশিয়ার সাথে যে বৈঠক হওয়ার কথা ছিলো, তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, সিরিয়ায় ক্রুজ মিসাইল হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন এবং তার সহযোগী দেশগুলো। এরই মধ্যে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র ক্রুজ মিসাইল সমৃদ্ধ চারটি যুদ্ধজাহাজ স্থাপন করেছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।