সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৪০

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় একটি মসজিদের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে শিশুসহ অন্ততপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। দামেস্ক প্রদেশের সুক ওয়াদি বারাদা শহরে শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পূর্ব মুহূর্তে মসজিদের প্রবেশ পথে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকার এবং বিরোধীরা এ বিস্ফোরণের জন্য পরষ্পরকে দায়ী করছে বলে জানা গেছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ দল জানায়, বিস্ফোরণে অন্ততপক্ষে তিনটি শিশু নিহত এবং কয়েক ডজনের বেশি আহত হয়েছেন। সুক ওয়াদি বারাদা শহরটি বিরোধীদের দখলে হলেও এর বাইরেই অবস্থান নিয়েছে সরকারি বাহিনী। বোমা হামলার শিকার হওয়া একটি শিশুর বয়স মাত্র সাত। সেখানে বিস্ফোরণের জন্য বিরোধীদলকে দায়ী করে আরো বলা হয়, সন্ত্রাসীরা বোমা হামলার প্রস্তুতি নেয়ার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে গাড়ি বোমা বিস্ফোরণ সিরিয়ায় খুব নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এ সপ্তার শুরুতে হামা শহরের কেন্দ্রে একটি ট্রাকবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৩০ জন নিহত এবং বহু আহত হয়েছেন।