সিনজিয়াংয়ে সহিংসতায় নিহত ৫০

মাথাভাঙ্গা মনিটর: চীনের সিনজিয়াং প্রদেশে গত রোববারের সহিংসতায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যদিও এর আগে ওই ঘটনায় দুজন নিহত হওয়ার কথা জানানো হয়েছিলো। চীনের একটি রাষ্ট্রীয় সংবাদ পোর্টাল জানায়, সিনজিয়াংয়ের লুনতাই অঞ্চলে রোববারের সহিংসতায় ৪০ জন সন্ত্রাসী, চারজন পুলিশ, ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে দুজন নিহত হওয়ার খবর দেয়া হয়েছিলো। কিন্তু নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশে বিলম্বের কারণ চীনা গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়নি বলে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। ৪৫ শতাংশ উইঘুর মুসলিম ও ৪০ শতাংশ সান চাইনিজের বসবাস থাকা সিনজিয়াং প্রদেশে মুসলিমরা প্রায়ই সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বলে অভিযোগ করে আসছে চীন। তবে নিজেদের অধিকার রক্ষার আন্দোলন করলে পুলিশ দমনাভিযান শুরু করে বলে অভিযোগ উইঘুরদের।