সারাদেশে বিএনপির বিক্ষোভ সোমবার : দুদু

 

স্টাফ রিপোর্টার: দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শামসুজ্জামান দুদু জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানাসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৩ অক্টোবর ২০১৬ সারাদেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় দলের পক্ষে  উদ্বেগ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে একের পর এক বানোয়াট মামলা দায়ের করে আদালতকে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করছে।

অবিলম্বে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলা প্রত্যাহার করে গ্রেফতারি পরোয়ানা বাতিলের জোর দাবি জানান তিনি। তারেক রহমানের মতো একজন নিরপরাধ ও জনপ্রিয় রাজনীতিবিদকে এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানান দুদু।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, হারুন অর রশিদ,  সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, সাইফুল ইসলাম পটু প্রমুখ।