সারদার অর্থ ফিরিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী

মাথাভাঙ্গা মনিটর: সারদা শিল্প সংস্থাকে অবশেষে টাকা ফিরিয়ে দিয়েছেন প্রখ্যাত অভিনেতা তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। গতকাল মঙ্গলবার মিঠুনের আইনজীবীরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে গিয়ে ১ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ৫৬০ রুপির ড্রাফট জমা দিয়েছেন বলে এক খবরে বলা হয়। কোলকাতার একটি বেসরকারি গণমাধ্যমের ওয়েবসাইটের খবরে বলা হয়, সারদার একটি টিভি চ্যানেলে অনুষ্ঠান সঞ্চালনের জন্য মিঠুনের সাথে ২ কোটি রুপির চুক্তি হয়েছিলো গোষ্ঠীটির। চুক্তির শর্ত ছিলো ৪২টি পর্বে অংশ নেবেন তিনি। এর মধ্যে ২৬টি পর্বের শুটিংও শেষ হয়েছিলো। এর জন্য মিঠুন পারিশ্রমিক পেয়েছিলেন ১ কোটি ৭৬ লাখ রুপি। ওই রুপি থেকে আয়কর বাবদ কেটে রাখা অর্থ বাদ দিয়ে বাকিটা মিঠুন আজ ফেরত দেন। সারদা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সুবিধা নেয়ার অভিযোগ ওঠে। এরপর ইডি মিঠুন চক্রবর্তীকে জেরাও করে। জেরার সময় তিনি জানান পেশাগত কারণেই সারদা গোষ্ঠীর সাথে তার যোগাযোগ ছিলো। প্রতারণার কোনো উদ্দেশ্য সেখানে ছিলো না।