সাভারে তালাবন্ধ ঘরে নারীর থেঁতলানো লাশ

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারের একটি বাসা থেকে এক গৃহবধূর মুখ থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সদর ইউনিয়নের ১ নম্বর কলমা এলাকার একটি চারতলা ভবনের তালাবন্ধ ফ্ল্যাটে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় লাশটি পাওয়া যায় বলে সাভার মডেল থানার এসআই শামসুল হক সুমন জানান। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বাড়ির মালিক নবাবগঞ্জ উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান এবং বাড়িটির তত্ত্বাবধায়ক জুবাইদা বেগমও তার পরিচয় জানাতে পারেননি। ওই নারীর আনুমানিক বয়স ২২ বছর বলে পুলিশ কর্মকর্তারা জানান। এসআই শামসুল জানান, এক দম্পতি সম্প্রতি ওই ফ্ল্যাটের পশ্চিম পাশের একটি কক্ষ ভাড়া নেন। গত তিন/চার দিন কক্ষটি তালাবন্ধ ছিল। শুক্রবার বিকালে ওই কক্ষের পাশের আরেকটি খালি কক্ষ ভাড়া নেন আনিছুজ্জামান নামের এক ব্যক্তি। তারা রুমে ঢোকার পর দুর্গন্ধ পান। গন্ধের উৎসের খোঁজ না পেয়ে তাদের পাশের বন্ধ কক্ষটির দিকে সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে রাত সোয়া ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের তালা ভেঙে বাথরুমের সানসেটের উপর থেকে কাঁথা দিয়ে পেঁচানো গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহতের মুখ থেঁতলানো ছিল। ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর ভারী কোনো কিছু দিয়ে আঘাত করে মুখ থেঁতলিয়ে পরিচয় গোপনের চেষ্টা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই শামসুল জানান।