সাভারে কবর থেকে ১৭ কঙ্কাল চুরি

স্টাফ রিপোর্টার: সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার রাজাঘাট কবরস্থান থেকে একটি চক্র ১৭টি কঙ্কাল চুরি করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ছাড়াও আশপাশের উত্সুক জনতা ও মৃতদের স্বজনরা ভিড় জমায় ঘটনাস্থলে। রাজাঘাট কবরস্থানটি অতি প্রাচীন। শত বছর পূর্বে গ্রামবাসী এ কবরস্থানটি তৈরি করে। এলাকার সর্বস্তরের মানুষের মৃতদেহ এ কবরস্থানেই দাফন করা হয়। গতকাল শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে এলাকার মুসল্লিগণ কবরস্থানে যান কবর জিয়ারত করতে। এ সময় তারা দুর্গন্ধ অনুভব করেন। তারা ভাবেন, হয়তো শিয়াল কিংবা কুকুর কবরের আশপাশে মরে পড়ে আছে। কিন্তু এরপর তারা দেখতে পান গত ১ মাস পূর্বে রাজাঘাট এলাকারই হাসেন পাগলার কবর খোঁড়া এবং এ পচা গন্ধ ওই কবর থেকেই বের হচ্ছে। পরে বিষয়টি খোঁজ করতে গিয়ে দেখা যায়, আশপাশের আরো ১৭টি কবর খুঁড়ে কে বা কারা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। মুহূর্তের মধ্যে এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ কবরস্থানে এসে জড়ো হন।