সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রীর কারাদণ্ড

 

মাথাভাঙ্গা মনিটর: প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের দায়ে সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে ৮ মাস কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল সোমবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের মেয়র ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ীর কাছ অবৈধভাবে অর্থ নেয়ার অভিযোগে চলতি বছরের মার্চে একটি পুনর্বিচারে ওলমার্টকে অভিযুক্ত করা হয়েছিলো। গত বছর ঘুষ নেয়ার অভিযোগে দায়ের করা অন্য একটি মামলায় ওলমার্টকে ৬ বছর কারাদণ্ড দেয়া হয়। তবে ওলমার্ট তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকোচ করে দিয়েছেন। দু অভিযোগের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। প্রথম মামলার আপিলের রায় আগামী কয়েক মাসের মধ্যে দেয়া হবে। সে পর্যন্ত তিনি কারাগারের বাইরে থাকবেন।