সাতগাড়ির ৪টি সিসি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভাধীন সাতগাড়ি এলাকার ৪টি সিসি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরসহ গণমান্য ব্যাক্তিবের্গের উপস্থিতিতে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল বৃহস্পতিবার এ কাজের উদ্বোধন করা হয়।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বার ওয়ার্ডের সাতগাড়ি এলাকার ৪টি সিসি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রাস্তা গুলো হলো সাতগাড়ি গ্রামের শামসুলের বাড়ি থেকে বাসেরের বাড়ি, সাতগাড়ি দক্ষিণ গোরস্থান থেকে ইউনুসের বাড়ি, অসিত ড্রাইভারের বাড়ি থেকে ইদ্রিসের বাড়ি ও পুরাতন মসজিদের রাস্তা। সিসি কাজের প্যাকেজে মোট বরাদ্দ আছে ৯ লাখ ১৭ হাজার টাকা। রাস্তা কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ূব আলী, উপ-সহকারী প্রকৌশলী আল আমিন, পৌরসভার ৭ নম্বার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম, মহিলা কাউন্সিলর শেফালী, ঠিকাদার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ হোসেন দুদু, যুবলীগ নেতা রাজ্জাক, মিলন, তাহের, নাজিম, উজ্জ্বল, রাকিব মাস্টার ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। রাস্তার কাজ উদ্বোধন শেষে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু পৌরবাসীর উদ্দেশে বলেন পৌরবাসীকে সঠিক ও মান সম্পন্ন সেবা দিতে আমি সর্বাত্মক চেষ্টা করছি ও করবো এজন্য দরকার আপনারদের সহযোগিতা। নিয়মিত পৌর ট্যাক্স দিন, তহলে আমি আপনাদের সেবার মান আরো বাড়াতে পারবো। বিশেষ করে তিনি চলতি মরসুমের ট্যাক্স আগামী ৩০ জুনের মধ্যে পরিষোধ করার জন্য পৌরবসীর নিকট অনুরোধ করেন।