সাও পাওলোতে রাতভর গোলাগুলিতে নিহত ১৮

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে রাতভর গোলাগুলিতে ১৮ জন নিহত হয়েছেন। শহরের বাইরের দিকে বন্দুকধারীদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। শহরের বেশ কয়েক যায়গার স্থানীয়রা জানিয়েছেন, মুখোশধারী হামলাকারীরা গাড়িতে চড়ে বিভিন্ন যায়গায় গিয়ে গুলি চালায়। অনেক ক্ষেত্রেই গুলি করার আগে নিহতদের নাম জিজ্ঞাসা করা করে বন্দুকধারীরা। কয়েক যায়গায় গুলি করার আগে নিহতের কোনো পুলিশ রেকর্ড আছে কি-না তাও জিজ্ঞাসা করা হয়। সাও পাওলো নগর কর্তৃপক্ষ হামালার পেছনের কারণ খতিয়ে দেখছে। বেছে বেছে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিশোধ হিসেবে এ হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়ে থাকতে পারে। সন্দেহ করা হচ্ছে নিহতরা মাদক চোরাচালানের সাথে জড়িত। এর সাথে এমনকি পুলিশের জড়িত থাকার কথাও সন্দেহ করা হচ্ছে।