সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেহেরপুর পৌর মেয়র মতু উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

 

মেহেরপুর অফিস: সকল প্রকার বাধা ও প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে মেহেরপুরের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলার উন্নয়নে কারও কাছে মাথা নত করা যাবে না। পৌরসভার উন্নয়নে প্রয়োজনে তার বিরুদ্ধেও কলম ধরতে হবে। তবে সমালোচনা করতে হবে গঠনমূলক।

গতকাল সোমবার রাতে মেহেরপুর শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় কথাগুলো বলেছেন পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু। তিনি আরো বলেন, গেল পাঁচ বছর মেহেরপুর পৌরসভা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। প্রভাবশালীরা নানা অভিযোগের মাধ্যমে উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করেছে। শিশুপার্কের মতো একটি বিনোদনের জায়গার উদ্বোধন করা হলেও অদৃশ্য শক্তির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে এডিবির অর্থায়নে ১৫ কোটি টাকার টেন্ডার সম্পন্ন করা হয়েছে। এ কাজগুলো সমপন্ন হলে আগামীতে ৪৫ কোটি টাকা ও পরে আরো ২৫ কোটি টাকার কাজ পাওয়া যাবে। কাজগুলো শেষ করতে পারলে মেহেরপুরে আর কোনো কাজ করার জায়গা থাকবে না। সে লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন- মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরবর্তী পজন্মের কাছে তুলে ধরতে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ও স্বাধীনতা স্তম্ভ তৈরি করা হবে। এ সময় জেলার ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।