সরোজগঞ্জ গোডাউনে শ্রমিক বস্তা চাপা পড়ে আহত হওয়ার ৩ দিন পর মারা গেলেন

সরোজগঞ্জ গোডাউন শ্রমিক বস্তা চাপা পড়ে আহত হওয়ার ৩ দিন পর মারা গেলেন

 

জিয়াউর রহমান জিয়া: চালের বস্তা চাপা পড়ে আহত শ্রমিক আব্দুল মান্নানকে (৩৫) বাঁচানো যায়নি। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। গত ২৯ জুলাই চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের শাহিন মিয়ার গোডাউনে কাজ করছিলেন শ্রমিক আব্দুল মান্নান। এ সময় ভুট্টা ভর্তি বস্তা পড়ে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার দুপুরে তার অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেয়ার পথে বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার পোড়াদহের কাছে পৌঁছুলে তিনি মারা যান।

গতকাল সন্ধ্যায় তার  লাশ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মহাম্মদজমা সালামত বাজারপাড়ায় শ্বশুরবাড়িতে নেয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ শ্বশুরবাড়িতেই ছিলো। তিনি মহাম্মদজমা গ্রামের আলতাব হোসেনের ঘরজামাই।