সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানেররাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির প্রধান কার্যালয় ঘেরাও করে সরকারবিরোধীবিক্ষোভকারীরা। ইসলামাবাদে টেলিভিশনটির সম্প্রচারও বন্ধ করে দেয় তারা। পরেসেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বিক্ষোভকারীদের বের করে দেয়। দুঘণ্টা পর পুনরায় শুরু হয়েছে পিটিভি সম্প্রচার। গতকালসোমবার দুপুরে রাজধানীতেপিটিভির অফিসে হুট করেই ঢুকে পড়ে প্রতিবাদীরা। এক পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষেও ঢুকে পড়ে তারা। এক রকম বিনা বাধায় বিক্ষোভকারীরা পিটিভির অফিসেপ্রবেশ করে।এ ঘটনায় দেশের সার্বিক নিরাপত্তা ইস্যুতে নওয়াজ শরীফনেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের চরম নড়বড়ে চেহারাই প্রকাশিত হয়েছে বলে মনেকরছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।এর আগে সকালে রাজধানীর রেড জোনেপুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। ইসলামাবাদে প্রধানমন্ত্রীরবাসভবনের দিকে বিক্ষোভকারীরা এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষুব্ধরাপুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে।