সম্প্রসারণ কাজ সাময়িক বন্ধ : আগামীকাল কাজের মান নির্নয় করা হবে?

দর্শনা অফিস: দর্শনা-মুজিবনগর সড়ক সম্প্রসারণ কাজে দুর্নীতির অভিযোগে সাময়সিকভাবে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় সংবাদ প্রকাশের পর সঠিক নিয়মে কাজ করণের জন্যই চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রসাশক মাহফুজুর রহমান মঞ্জু এ পদক্ষেপ গ্রহণ করেছেন।
দর্শনা-মুজিবনগর সড়ক গুরুত্বপূর্ণ জনবহুল ব্যস্ত সড়ক। এ সড়কে ভারী যানবহন চলাচল ব্যাপক। ঐতিহাসিক নিদর্শন মুজিবনগর ভ্রমণসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলের জন্য এ সড়কটি ব্যবহার করা হয়ে থাকে। দর্শনা বাসস্ট্যান্ড থেকে পুরাতন বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কের পাশেই রয়েছে দর্শনা রেলবাজার, বাসস্ট্যান্ড, কেরুজ চিনিকল, ও পুরাতন বাজার। সম্প্রতি সওজ বিভাগ কর্তৃক এ সড়ক সম্প্রসারণ কাজ শুরু করা হয়েছে। নিম্নমানের বালি ও ইটের খোয়া দিয়ে নামমাত্র রাস্তা সম্প্রসারণের কাজ করা হলেও তা চলছে ধীর গতিতে। গুরুত্বপূর্ণ এ রাস্তার দুধার কেটে গর্ত করে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন। রাস্তার দুধারে গর্ত থাকায় তৈরি হয়েছে মারণফাঁদ। চরমভাবে সৃস্টি হয়েছে জনদুর্ভোগ। যেখানে সেখানে দেখা যাচ্ছে যানজট। দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে। ঠিকাদার প্রতিষ্ঠান খেয়াল খুশিমতো এ নির্মাণ কাজ করলেও প্রতিষ্ঠানের দায়িত্বশীল কোনো কর্তার দেখা মেলে না কখনো। শ্রমিকদের দিয়েই ঢিলেঢালাভাবে একদিন কাজ করালে তিনদিন রাখা হচ্ছে বন্ধ। রাস্তার ওপর বালি, মাটি ও ইট-খোয়া ছড়িয়ে ছিটিয়ে থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। এতে ফুঁসে উঠতে শুরু করেছে দর্শনাবাসী। দর্শনাবাসীর অভিযোগ ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় গতকাল শনিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়। ফলে সিডিউলমাফিক কাজ হচ্ছে কি-না তা খতিয়ে দেখার জন্য সম্প্রসারণ কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, জনগুরুত্বপূর্ণ সড়কের এ কাজের দুর্নীতি খতিয়ে দেখে সিডিউল মাফিক কাজ করণের জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদকে বলা হয়েছে। তিনি আগামীকাল সোমবার কাজের মান নির্ণয় করতে কর্মকর্তাদের সাথে নিয়ে পরিদর্শন করতে পারেন। সম্প্রসারণ কাজে কোনো প্রকার দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।