সন্ত্রাস দমনের অঙ্গীকার কানাডার প্রধানমন্ত্রীর

মাথাভাঙ্গা মনিটর: পার্লামেন্ট ভবনে হামলার পর বিদেশের সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে দ্বিগুণ উদ্যম নিয়ে লড়াইয়ে নামার অঙ্গীকার করেছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার।একজন ধর্মান্তরিত মুসলিম ব্যক্তি ওই হামলা চালিয়েছিলো বলে খবর পাওয়ার পর হার্পার এ হামলাকারীকে একজন সন্ত্রাসী বলে বর্ণনা করে সন্ত্রাস-বিরোধী লড়াই জোরদারের ওই অঙ্গীকার করেন। এ ধরনের হামলায় তার দেশ ভয় পাবে না বলেও জানান তিনি। টিভিতে গত বুধবার প্রচারিত বক্তব্যে তিনি বলেন, এ ঘটনা থেকে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান আরো গতি পাবে এবং কানাডার জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো হুমকি চিহ্নিত করে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। হার্পার আরো বলেন, এখন কানাডা বিশ্বব্যাপী মিত্রদেশগুলোর সাথে একযোগে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দ্বিগুণ প্রচেষ্টা চালাবে। কানাডার রাজধানী অটোয়ায় ওয়ার মেমোরিয়ালের কাছে বুধবার বন্দুকধারীর গুলিবর্ষণে এক সেনা নিহত হয়। এর পরপরই পার্লামেন্ট ভবনে গুলিবর্ষণ শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, বুধবার গুলিবর্ষণ করা নিহত বন্দুকধারীও একজন ধর্মান্তরিত মুসলিম বলে তাদের কাছে তথ্য আছে।