সঞ্চয় ভবিষ্যত সু-দিন নিশ্চিত করে

গাংনীতে কালব’র বার্ষিক সভায় বক্তারা

গাংনী প্রতিনিধি: ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বড় বিনিয়োগের সুযোগ তৈরি হয়। ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানকে সম্মৃদ্ধ করে। যে ব্যক্তি যতবেশি সঞ্চয়ী তিনি ততো বেশি সম্পদশালী হন। বর্তমান সময়ে নয় সুন্দর ভবিষ্যত গড়তে সঞ্চয়ের বিকল্প নেই। সঞ্চয়ের ওপর ভর করেই দুঃসময়ের অন্ধকার ভেদে আলো আসে। বেশি বেশি সঞ্চয় হলেই একজন ব্যক্তির ভবিষ্যত সুদিন আসে। মেহেরপুর গাংনী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর বার্ষিক সদস্য সভায় বক্তারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন। গতকাল শুক্রবার সকালে গাংনী মহিলা ডিগ্রি কলেজ হলরুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা কালব চেয়ারম্যান সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করা হয়। আলোচনা সভায় বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন কালব সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী, কাজিপুর কলেজ অধ্যক্ষ মোকদ্দেছুর রহমান, মহিলা ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ নাসির উদ্দীন, গাংনী প্রেস ক্লাব সভাপতি রজমান আলী, কালব মেহেরপুর জেলা ব্যবস্থাপক আব্দুল আওয়াল, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তাঁরা, কালব সাধারণ সম্পাদক প্রভাষক আমিরুল ইসলাম, কালব ট্রেজারার প্রভাষক জাবলুন্নবী, ডিরেক্টর আলী হোসেন, গাংনী উপজেলা কালব ব্যবস্থাপক মহি উদ্দীন, আলমডাঙ্গা উপজেলা ব্যবস্থাপক রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক এএমএস সায়েম পল্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালব সদস্য ও কালব কর্মকর্তাবৃন্দ।