সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে সম্মিলিত আইনজীবী পরিষদের মানববন্ধন

ঝিনাইদহ অফিস: দেশব্যাপি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনের সড়কে সম্মিলিত আইনজীবী পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপি মানববন্ধনে আইনজীবী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাড. আজিজুর রহমান, ইসমাইল হোসেন, সালমা ইসলামসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সব সরকারই সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অতীতে সংখ্যালঘুদের ওপর যে হামলা, নির্যাতন হয়েছে তার কোনো বিচার না হওয়ায় এখনও তাদের ওপর নির্যাতন হচ্ছে। বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।