শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞে মেলার আমেজ ॥ বেড়েই চলেছে উপস্থিতির সংখ্যা

আলী আজগার টগর এমপি, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসকসহ কর্মকর্তাদের পরিদর্শন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পান্না সিনেমাহল প্রাঙ্গণে আয়োজিত ৬ষ্ঠ ২৪ প্রহরব্যাপী অখ- শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ জমজমাট হয়ে উঠেছে। গতকালের উপস্থিতির সংখ্যা গতপরশু দিনের উপস্থিতিকে টপকে গেছে। আজ ও আগামীকাল ভিড় আরো বাড়বে বলেই আশা করছে আয়োজক পরিবার। মহানাযজ্ঞানুষ্ঠানে শুধু সনাতন ধর্মাবলম্বী ভক্ত অনুরাগীই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে উপস্থিতি এক মিলন মেলায় রূপ নিয়েছে। নিরাপত্তা বেষ্টনিতে ঘেরা মনোরম পরিবেশের আয়োজনে হরেক পদে প্রসার নিয়ে সাজানো ভ্রাম্যমাণ দোকানগুলো এনেছে মেলার আমেজ।
গতকাল বুধবার সন্ধ্যার পর মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আহসান হাবিবসহ অনেকে। অতিথিদের স্বাগত জানান, আয়োজক ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেটের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওলাসহ তার পরিবাবরবর্গ। চুয়াডাঙ্গা সাহিত্য সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষানুরাগীদেরও সরব উপস্থিতি মহানামযজ্ঞানুষ্ঠান প্রাণবন্ত করে তুলেছে। এবারও সমাপনীপর্বে থাকবে বস্ত্র বিতরণসহ নানা আয়োজন।
গতকাল মহানামযজ্ঞানুষ্ঠানে দূর-দূরান্ত থেকে বাস রিজার্ভ করেও যেমন ভক্ত অনুরাগীদের আসতে দেখা যায়, তেমনই আলমসাধু করিমন-নসিমন ভরে ভক্তদের আসা যাওয়া চুয়াডাঙ্গার রাস্তগুলোকেও যেন ব্যস্ত করে তুলেছে। রাত-দিন সমান তালেই চলছে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান।