শ্রমিকদের দিবসটি উপভোগ করার জন্য ছুটি দিতে হবে

চুয়াডাঙ্গায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভায় সায়মা ইউনুস

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহান মে দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি উৎসবমুখর পরিবেশে পালনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ১ মে সোমবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হবে। এরপর জেলা প্রশাসক কার্যালয়ে শুরু হবে আলোচনাসভা। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকারের উপপরিচালক আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, পৌর প্যানেল মেয়র একরামুল হক মুক্তা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান সভায় উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আফজালুল হক, জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবলু শেখ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ও প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা বক্তব্য রাখেন। এ সময় সরকারি, বেসরকারি দফতরের কর্মকর্তা, বিভিন্ন  রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, মহান মে দিবসে সরকারি ছুটি থাকে। দিবসটি উদযাপনে কোনো ব্যবসায়ী শ্রমিকদের ছুটি দেবে না তা হয় না। ব্যবসায়ীরা ওইদিন দোকান খোলা রাখবেন না। শ্রমিকদের দিবসটি উপভোগ করার জন্য ছুটি দিতে হবে। মালিক-শ্রমিকদের মধ্যে ঐক্য থাকতে হবে। কোনো দ্বন্দ্ব না থাকে। শ্রমিকদের ছুটি দিতে প্রয়োজনে হোটেল মালিকদের সাথে আলাপ করা হবে। দিবসটি উৎসবমুখর পরিবেশে উদযাপনে সকলকেই সহযোগিতা করতে হবে।