শোক দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ভিডিওচিত্রপ্রদর্শনী

 

স্টাফ রিপোর্টার: শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শনী করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টায় শহরের শহীদ হাসান চত্বরে এই ভিডিওচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেনচুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

এ সময় তিনি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নির্মিত এই প্রামাণ্য চিত্রে বঙ্গবন্ধুর আদর্শ, ৭১’র স্বাধিনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অসামান্য অবদানসহ তার জীবনীর নানা দিক তুলে ধরেন। ভিডিওচিত্রটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে সহায়তা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে সহায়তা করবে বলে তিনি মত প্রকাশ করেন।

ভিডিওচিত্র প্রদর্শনীর সময় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান, সেকেন্ড অফিসার (এসআই) আমির আব্বাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত ৩৫ মিনিটের এই প্রামাণ্য ভিডিওচিত্রটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। ভিডিওচিত্রটি প্রদর্শনে পুলিশকে সহযোগিতা করেচুয়াডাঙ্গা তথ্য অফিস।