শোককে শক্তিতে পরিণত করতে হবে

জীবননগর রায়পুর হাসাদাহে . লীগের কর্মী সমাবেশে বক্তারা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রায়পুর ও হাসাদাহ বাজারে আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আগস্ট শোকের মাস হিসেবে গতকাল সোমবার এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য নজরুল মল্লিক। কর্মী সমাবেশে বক্তরা বলেন, আগস্ট মাস বাঙালির শোকের মাস। এ মাসের ১৫ আগস্ট সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য দেশি-বিদেশি চক্রান্তের বঙ্গবন্ধু শেখ মজিবকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। গোটা জাতি এ মাসকে শোকের মাস হিসেবে পালন করছে। বক্তরা বলেন, এ শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন পুরণে দেশ আজন এগিয়ে চলেছে।

কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাইদুর রহমান মাস্টার, আব্দুল খালেক মাস্টার, সোহরাব হোসেন বিশ্বাস, সাজ্জাদ বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, মিজানুর রহমান নেনু, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, উপজেলা যুবলীগ নেতা শামীম ফেরদৌ, কাজি সামসুর রহমান চঞ্চল, অ্যাড. আকিমুল ইসলাম ও ছাত্রলীগ নেতা চঞ্চল কুমার প্রমুখ। পথসভায় জানানো হয়, আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার ১০৫টি গ্রামে এবার জাতীয় শোকদিবস পালন করা হবে। আয়োজন করা হবে মিলাদ-মাহফিলের। গরীব মিসকিনদের মধ্যে বিলি করা হবে কাঙালি ভোজ।