শৈলকুপায় সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার বর্ষপূর্তি ও মতবিনিময়

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার প্রথম বর্ষপূর্তিতে গতকাল শনিবার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা ও দিনব্যাপি নানা অনুষ্ঠান হয়েছে। একই সাথে সাংবাদিকদের দায়িত্ব-করণীয় সম্পর্কে মতবিনিময় হয়। প্রেসক্লাব শৈলকুপার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আলমগীর অরণ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়াম্যান মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন সোনা। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতির মিজানুর রহমান লাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী প্রিন্স, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মনোয়ার হোসেন মালিতা, সাবেক কমান্ডার রহমত আলী মন্টু, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি এসএম কোবাদ আলী, ডাকুয়া পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শাহিন আক্তার পলাশ, উদীচী শৈলকুপার সভাপতি কেএম শরীফুল ইসলাম, পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাষক স্বপন বাগচী, সাংবাদিক জহুরুল হক ও আব্দুর রহমান মিল্টন।

স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার সম্পাদক শামীম বিন সাত্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব শৈলকুপার সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাসির খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রাজু, শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি এসএম মিজানুর রহমান, ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, কাউন্সিলর মুসা খান।

উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদুজ্জামান লিটন, কুমার পিন্টু, মাসুদুর রহমান, সুজন বিপ্লব বিশ্বাস, মনিরুজ্জামান সুমন, হোসাইন মোহাম্মদ ইমরান, শেখ সবুজ হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন এসএম আলীমুজ্জামান।