শৈলকুপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে ছাই!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শৈলকুপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, দলিলপুর গ্রামের মোস্তফার ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মোস্তফার বাড়িসহ পাশের আক্কাচ আলী, মকসেদ আলী, রস্তম আলী, বছির আহম্মেদ, মুন্নাফ, জিল্লুর রহমান ও নবুয়াতের ঘরসহ ৮টি পরিবারের বসত ঘরসহ ১৮টি বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা শৈলকুপার দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ২ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মকসেদ আলীর ছেলেকে বিদেশ পাঠানোর জন্য জমানো জমি বন্ধক রাখা নগদ ৩ লাখ টাকাসহ অন্যদের ২টা ছাগল, ৫০ মণ ধান, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। সরকার ও সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা উসমান গনি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু। সেসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা, কম্বল, চাল, ডাল, লবন, চিনি, সয়াবিন তেল, বিস্কুট, চিড়া, মুড়ি, মোমবাতি ও ম্যাচ বিতরণ করা হয়।