শৈলকুপায় টেলিফোন অফিসে আগুন : টেলি যোগাযোগ বন্ধ

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় টেলিফোন এক্সচেঞ্জে যান্ত্রিক গোলযোগে আগুন লেগে পুড়ে গেছে সরকারি টেলিফোন কোম্পানি টেলিটকের গুরুত্বপূর্ণ সব যন্ত্রাংশ। গত বুধবার রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। শৈলকুপা ফায়ার সার্ভিসের ১টি ইফনিট প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার হাসমত আলী জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা যান্ত্রিক গোলযোগের কারণে এআগুনের সূত্রপাত হতেপারে। ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

টেলিফোন এক্সচেঞ্জের মনিটর আবেদ আলী জানান, টেলিফোন অফিসের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে টেলিটকের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে গেছে। তাতে করে অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে শৈলকুপার সকল টেলিফোন বন্ধ থাকায় সারাদেশের সাথে টেলিফোন যোগাযোগ বন্ধ রয়েছে।