শেখ রাসেলের ৫০তম জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শেখ রাসেলের ৫০তম জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। গতকাল শনিবার শেখ রাসেল ক্রীড়াচক্র জাঁকজমকপূর্ণ পরিবেশের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয়ে এ জন্মদিন কেক কেটে পালন করে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু ও শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার কেক কেটে এ জন্মদিন পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের ম্যানেজার সাইফ রাসেল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি রুবাইত বিন আজাদ সুস্তি, শেখ রাসেল ক্রীড়াচক্রের ফুটবল দলের অধিনায়ক সোহেল ও ক্রিকেট দলের অধিনায়ক ইমরান, যুবলীগ নেতা দীপন, হাবু, গুট্ট, রনি, বিপুল, সাবেক ছাত্রলীগ নেতা লোটাস জোয়ার্দ্দার, ছাত্রলীগ নেতা শাহিন ও সুইটসহ অনেকে।

মেহেরপুর অফিস জানিয়েছে, জন্মদিন উপলক্ষে মেহেরপুরে আলোচনাসভা ও আনন্দৱ্যালি করেছে সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ, ছাত্রলীগ নেতা বখতিয়ার হোসেন, রাজন, তরিকুল ইসলাম, ইউনুচ আলী, ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই খোদা রুবেল। পরে কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ ও সাধারণ সম্পাদক কুদরত-ই খোদা রুবেলের নেতৃত্বে একটি আনন্দৱ্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, শেখ রাসেলের ৫০তম জন্মবার্ষিকী ঝিনাইদহে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার কেক কাটা, আলোচনাসভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিশু একাডেমী। সকালে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া নৃত্য ও গান পরিবেশন করেন ক্ষুদে শিল্পীরা। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন রানার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন। বক্তব্য রাখেন ঝিনাইদহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, নূরনাহার, মেজবাউল করিম, সোহেল সুলতান, জুলকার নাইন কবির, জেলা তথ্য কর্মকর্তা এএসএম কবীর, প্রাক্তন শিক্ষক খোন্দকার আবু সাইদ, ঝিনাইদহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিশু একাডেমীর সঙ্গীত শিক্ষক আবদুল গাফফার। সভায় জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে কালীগঞ্জে কৃষকলীগের উদ্যোগে শেখ রাসেল ৫০ জন্মদিন পালন করা হয়। গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়ায় কৃষকলীগের দলীয় কার্যালয়ে জেলা কৃষকলীগের সহসাধারণ সম্পাদক আমিনুর রহমান তপু সভাপতিত্বে দোয়া মাহফিল, আলোচনাসভা শেষে এক কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা কৃষকলীগের নেতা ফরিদ উদ্দীন, বোরহান উদ্দীন, পৌর কৃষকলীগের আশরাফুজ্জামান, মজিবর রহমান প্রমুখ।