শিশুসহ আলমসাধুর চার যাত্রী গুরুতর জখম : একজনকে রেফার্ড

জীবননগরের মনোহরপুরে পেছন থেকে গরু বোঝাই লাটাহাম্বারের ধাক্কা

 

স্টাফ রিপোর্টার: অবৈধ লাটাহাম্বারের ধাক্কায় শিশুসহ আলমসাধুর চার যাত্রী গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার জীবননগর-দর্শনা সড়কের মনোহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু নুর হোসেন ও নাসিমার অবস্থা গুরুতর। নাসিমাকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার দিকে জীবননগর এলাকা থেকে দর্শনার দিকে একটি আলমসাধু যাচ্ছিলো। যাত্রী বোঝাই আলমসাধুটি তার গতি কমালে পেছন দিক থেকে একটি গরু ভর্তি লাটাহাম্বার তাকে ধাক্কা মারে। এতে আলমসাধুটি উল্টে যায়। লাটাহাম্বারের আঘাতে আলমসাধুর চার যাত্রী গুরতর জঝখম হয়। আহতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের বাচ্চু আলীর ছেলে জহুরুল ইসলাম (১৮), নওদা হরিশপুর গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুন (৪০), জীবননগর উপজেলার গয়েশপুরের সবজেল মণ্ডলের ছেলে আজিজুল হক (৫৫) ও আজিজুল হকের শিশুপুত্র নুর হোসেন (১০)। এদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নাসিমার মাথায় আঘাত লাগায় তাকে ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া শিশু নুর হোসেনের অবস্থাও আশঙ্কাজনক। তার পেটের ওপর দিয়ে লাটাহাম্বারের চাকা চলে যায়। নুর হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকরা বলেছেন সে আশঙ্কামুক্ত নয়।