শিক্ষাব্যবস্থা জতীয়করণসহ অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান

চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহে ১১ দফা দাবিতে শিক্ষকদের মানবন্ধন শেষে স্মারকলিপি

মাথাভাঙ্গা ডেস্ক: শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মানববন্ধনও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। গতকাল রোববার মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নেতৃবৃন্দ জানায়, বর্তমান সরকার শিক্ষানীতি ২০১০ প্রণয়ন করেছে। আইসিটি শিক্ষা প্রচলনসহ ৭ হাজার আইসিটি শিক্ষককে এমপিওভুক্ত করেছে। ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এছাড়াও ২৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করণসহ শিক্ষকদের জাতীয় বেতনস্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণসহ শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রেখেছে। সেই সাথে প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণসহ শিক্ষার মান উন্নয়নে নানামুখী প্রদক্ষেপ নিয়েছে। তবে কেনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এমন অবহেলায় থাকবে বলে তারা জানান। এসময় তারা আগামীতে আমরণ আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষাব্যবস্থা জতীয়করণসহ অবিলম্বে তাদের ১১ দাবি মেনে নেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গায় বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম, ফোরকান আলী, আজিজুল হকের বংলাদেশ গ্রন্থগার সমিতির সভাপতি রিপন আলী, চুয়াডাঙ্গা জেলা গ্রন্থগার সমিতির সভাপতি একরামুল হক, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান লাভলু, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলিহিম, শিক্ষক সংগ্রাম পরিষদ দামুড়হুদা শাখার যুগ্ম-আহ্বায়ক মোজাফফর হোসেন, কামরুজ্জামান গ্রুপের বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি সুকেশ কুমার বিশ্বাস, জীবননগর থানা শিক্ষক সমিতির সভাপতি সাদেকুর রহমান।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। গতকাল রোববার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদ ঝিনাইদহ জেলা শাখা। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষকরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মহিউদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ শাখার সভাপতি জয়া রাণী চন্দ, সাধারণ সম্পাদক ইউছুফ আলী, শিক্ষক নেতা সুব্রত কুমার মল্লিক, আব্দুল মোমিন, আব্দুল্লা আল মামুন, বিনয় কৃষ্ণ বিশ্বাস, আলমগীর হোসেন, রেজাউল করিম, মুনির হোসেন মুকুল, নিমাই চন্দ্র দে, ইছাহাক আলী, আশরাফুল ইসলাম মিঠু, জালাল উদ্দিন, মাছুদ করিম, নাজমুল হক, শরিফ হোসেন, প্রদীপ কুমার, শাহানাজ পারভীন মুন্নী প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।