শিক্ষাক্ষেত্রে সাংস্কৃতি ও কম্পিউটার জানা না থাকলে জীবন পরিপূর্ণ হয় না

মুজিবনগর আইসিটি কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বলেছেন, সংস্কৃতি মনকে প্রফুল্ল করে। কর্মময় জীবনে আনে ছন্দ। শিক্ষাক্ষেত্রে সাংস্কৃতি ও কম্পিউটার জানা না থাকলে জীবন পরিপূর্ণ হয় না। তাই আলোকিত সমাজ গঠনে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু সরকারি উদ্যোগের জন্য অপেক্ষা না করে ব্যক্তি কিংবা বেসরকারি পর্যায়ে শিক্ষাক্ষেত্রে নিতে হবে আরও বেশি ভালো উদ্যোগ। সকলের সমন্বিত প্রচেষ্ঠায় আমাদের ডিজিটাল কম্পিউটার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে।
মুজিবনগর আইকন আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টেরের প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। আইকন আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টের চত্ব¡রে গতকাল শনিবার সকালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালক ওমর ফারুক মামুন (দৃষ্টি প্রতিবন্দী)। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, আব্দুস সালাম ও হারুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আব্দুল খালেক। সনদপত্র ও ক্রেস্ট বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।