শাদা স্ট্যাম্পে টিপ স্বাক্ষর

 

জীবননগর বুরো: জীবননগর হাসাদহে মৃত ভাইয়ের সাড়ে ৯ শতক ভিটে জমি জবর দখলের পাঁয়তারা করা হচ্ছে। শাদা স্ট্যাম্পে টিপ স্বাক্ষর না দেয়ায় বয়োবৃদ্ধা মনোয়ারা খাতুনকে (৬২) পিটিয়ে আহত করেছে মৃত স্বামীর ভাই ও তার ছেলেরা। শাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিতে ব্যর্থ হয়ে রোববার মনোয়ারা খাতুনকে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চরম অসহায়বোধ করছেন বৃদ্ধা মনোয়ারা ও তার সন্তানেরা। অসহায় বিধবা মনোয়ারা তার স্বামীর ভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

অভিযোগে জানা গেছে, জীবননগর উপজেলার হাসাদাহের পোস্ট অফিসের সাবেক পিয়ন মৃত কাজী আব্দুর রহিমের স্ত্রী মনোয়ারা খাতুন (৬২) সন্তানাদী নিয়ে স্বামীর পৈতৃক ভিটায় বসবাস করে আসছেন। অসহায় বিধবা বৃদ্ধার বসবাসের শেষ সম্বল সাড়ে ৯ শতক জমিসহ ঘরবাড়ি দখল করতে মরিয়া হয়ে উঠেছে তারই আপন দেবর কাজী বজলুর রশিদ ওরফে মন্টু মাস্টার ও তার সন্তানেরা। দীর্ঘদিন যাবত তারা বৃদ্ধা মনোয়ারা খাতুনের কাছ থেকে সম্পত্তি লিখে নিতে নানাভাবে নির্যাতন করে আসছে; কিন্তু জবর দখল করতে ব্যর্থ হয়ে রোববার সকালে মন্টু মাস্টার ও তার দুই সন্তান মনোয়ারা খাতুনের কাছ থেকে সম্পত্তি লিখে নিতে জোরপূর্বক শাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিতে অপচেষ্টা করে। শাদা স্ট্যাম্পে লিখে নিতে ব্যর্থ হয়ে তাকে বেধড়ক মারপিট করে জখম করে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।