লোপেজের নাচ নিয়ে বিপাকে মরোক্কোর তথ্যমন্ত্রী

 

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন পপসঙ্গীত তারকা জেনিফার লোপেজের একটি কনসার্টকে কেন্দ্র করে মরোক্কোর তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। গত শুক্রবারের এক কনসার্টে লোপেজের পরিবেশন করা নৃত্যের কারণে ক্ষেপেছেন সরকারি দল কট্টর ইসলামপন্থী পিজিডি’র এমপিরা। তারা বলছেন, এই কনসার্ট ছিলো শিষ্টাচারের লঙ্ঘন।

বিক্ষুব্ধদের অভিযোগ লোপেজ কনসার্টের সময় তার পরিহিত পোশাক খুলেছেন এবং নৃত্যটি ছিলো উস্কানিমূলক অর্থাৎ যৌন আবেদনময়ী। দেশটির রাজধানী রাবাতে ওই কনসার্টটি অনুষ্ঠিত হয়। তা প্রচারিত হয় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে। তবে তথ্যমন্ত্রী মুস্তাফা খালফি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।