লাদেনের হত্যাকারীর পরিচয় প্রকাশ

 

মাথাভাঙ্গা মনিটর: আল কায়দা প্রধান বিন লাদেনের হত্যাকারীর পরিচয় প্রকাশ্যে এসেছে। তাকে গুলি করে মেরেছিলেন মার্কিন নেভি অফিসার রবার্ট ও’নেল। মার্কিন মিলিটারি ওয়েবসাইট এসওএফআরইপি বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। ২০১১ সালে পাকিস্তানের এক গোপন আস্তানায় হানা দিয়ে টপ সিক্রেট মিশনটি সম্পন্ন করেন রবার্ট। রবার্ট ও’নেলের বয়স ৩৮, একজন প্রাক্তন সিল টিম মেম্বার। নিজের নাম প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছেন রবার্ট। কারণ, দেশের নিরাপত্তা সংক্রান্ত টপ সিক্রেট মিশনের তথ্য সর্বসমক্ষে চলে আসায় তাকে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। ফক্স টিভিতে দু এপিসোডের এক অনুষ্ঠানে নিজের চেহারা প্রকাশ্যে আনবেন রবার্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩ জন নেভি অফিসার ২০১১ সালের মে মাসে পাকিস্তানের গ্যারিসন শহরে উড়ে যায় লাদেনকে হত্যার মিশন সম্পূর্ণ করতে। ইরাক ও আফগানিস্তানে ৪০০’র বেশি মিশন দক্ষতার সাথে উতরেছেন রবার্ট। এতোদিন তার নাম-পরিচয় জানতো না বিশ্ব। তার এক কাল্পনিক চরিত্র নিয়ে তৈরি হয়েছে হলিউডের বেশ কিছু সিনেমাও। মজার বিষয় হলো, দেশের জন্য যুদ্ধ করতে যাওয়া মোটেও রবার্টের স্বপ্ন ছিলো না। বরং মাত্র ১৯ বছর বয়সে প্রেমিকা ছেড়ে যাওয়ায় জেদ করে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন রবার্ট। ২০১১ সালের ২ মে লাদেনকে গুলি করে মারার পর মোস্ট ওয়ান্টেড লাদেনের মরদেহ মার্কিন বিমানে করে নিয়ে যাওয়া হয় সমুদ্রের ওপর। তারপর কালো ব্যাগে তার দেহ পুরে চেনবাঁধা অবস্থায় ফেলে আসা হয় মাঝসমুদ্রে।