লক্ষ্মী পূজা আজ

স্টাফ রিপোর্টার: আজ লক্ষ্মীপূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এ ধর্মীয় উৎসবটি আবার কোজাগরি লক্ষ্মীপূজাও বলা হয়। কোজাগরি অর্থ ‘কে জেগে আছো’। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বছরের সবচেয়ে উজ্জ্বল রাত আশ্বিনের পূর্ণিমা তিথিতে ধনসম্পদ, প্রাচুর্য, সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বিষ্ণুলোক হতে পৃথিবীতে নেমে আসেন এবং মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ‘কে জেগে আছো’ প্রশ্ন করেন। তাই লক্ষ্মীপূজা ভক্তদের কাছে কোজাগরি পূজাও। দুর্গাপূজা শেষ হতে না হতেই হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে এখন লক্ষ্মীপূজার ধুম পড়েছে। এই পূজা প্রায় সব শ্রেণি-পেশার মানুষ করেন, তাই দেশের প্রতিটি বাজার ছেয়ে গেছে পূজার উপকরণে। এ পূজাতে প্রয়োজন হয় ধানের শীষ, কাঁচা সুপারী, কলাপাতা, কলা গাছের খোল, আলপনাসহ আরও নানান সামগ্রী। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গেই গৃহস্থের আঙিনায় আজ শোভা পাবে চালের গুঁড়া আলপনায় মা লক্ষ্মীর ছাপ।