রোজার শুরুতেই জীবননগরেতরিতরকারির বাজার চড়া

 

 

জীবননগর ব্যুরো: মাত্র ৩ দিনের ব্যবধানে পবিত্র রমজানের তৃতীয় দিনেই জীবননগরে তরিতরকারিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইফতারি তৈরির প্রতিটি পণ্যের দাম কেজিতে ৪ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস বেড়ে গেছে এবং খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।

গতকাল বুধবার শহরের বাজার ঘুরে দেখা গেছে, গত রোববার সাপ্তাহিক বাজারের দিনে যে বেগুন প্রতিকেজি ৩০ টাকা দরে বিক্রি হয়েছে তা বর্তমানে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।এছাড়া ১৬ টাকার পটল ৩০ টাকা, ৪০ টাকার কাঁচা মরিচ ৮০ টাকা, ৪৫ টাকার রসুন ৬০ টাকা, ১৮ টাকার আলু ২৫ টাকা, ২৬ টাকার বরবটি ৪০ টাকা, ২০ টাকার কাঁচা কলা ৩২ টাকা, ১৪ টাকার শশা ৮০ টাকা, ১৩ টাকার মিষ্টি কুমড়া ২৫ টাকা, ২৪ টাকার ঢেঁড়শ ৪২ টাকা, ২৫ টাকার সার কচু ৪০ টাকা, ৩৫ টাকার পিঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাত এ মূল্যবৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে ফলন বিপর্যয় ঘটেছে ফলে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম হওয়ায় তরিতরকারির দাম বৃদ্ধি পেয়েছে।