রিমোট কন্ট্রোলে

 

স্টাফ রিপোর্টার: বরেণ্য সাংবাদিক এবিএম মূসা বলেছেন, আগামী নির্বাচন হবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে। প্রধানমন্ত্রী যদি কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রামপাল বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করতে পারেন তাহলে আগামী জাতীয় নির্বাচনও রিমোট কন্ট্রোলের মাধ্যমে করা যাবে। তিনি বলেন, ‘আমাকে বিভিন্ন জন টেলিফোনে জিজ্ঞাসা করেন আগামী নির্বাচন কীভাবে হবে? এ কথার জবাবে কোনো উত্তর না পেয়ে আমি তাদের বলি আগামী নির্বাচন হবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রবীণ এ সাংবাদিককে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই এসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডেইলি ইন্ডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক সাংবাদিক মাহবুবুল আলম, জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং ডেইলি নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাবি সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান প্রমুখ।

এবিএম মূসা তার বক্তব্যে আরও বলেন, আমাকে লোকজন টেলিফোনে কিছুদিন আগে প্রশ্ন করতেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি কয়টা আসন পাবে? এক সময় প্রশ্ন করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ কয়টা এবং বিএনপি কয়টা আসন পাবে? এরপর প্রশ্ন আসতে থাকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ কয়টা আসন পাবে? এখন প্রশ্ন করছেন নির্বাচন কোন পদ্ধতিতে হবে। আমি তাদেরকে বলেছি নির্বাচন হবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে।