রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি : বহিষ্কার ৩

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতকে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও রয়েছেন। সোমবার  বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটের (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) অ-বিজ্ঞান গ্রুপের (মানবিক ও বাণিজ্য) পরীক্ষা চলছিল। বহিষ্কৃতরা হলো- নাটোরের সিংড়া উপজেলার নাজমুল হুদা, চাঁদপুরের লুৎফর রহমান এবং রাজশাহীর দুর্গাপুরের মিজানুর রহমান। লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, পরীক্ষা চলাকালীন লুৎফর রহমান প্রশ্নপত্রে উত্তর চিহ্নিত করে নাজমুলকে সরবরাহ করছিলো। এ সময় পরীক্ষার হলে দায়িত্বরত পরিদর্শক বিষয়টি দেখে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করেন। এছাড়া মিজানুর রহমানের রেজিস্ট্রশন কার্ডে শিক্ষা বোর্ডের স্বাক্ষরহীন ছবি দেখতে পান হলে দায়িত্বরত পরিদর্শক। পরে তাকেও ভুয়া ছবির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করেন। আটকৃতদের ভর্তি পরীক্ষায় নিরাপত্তার জন্য ক্যাম্পাসে নির্মিত পুলিশ ক্যাম্পে আনা হয়। পরে  ক্যাম্পাসে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালত তাদের সবকিছু যাচাইবাছাই করে অভিযোগ গুরুতর না হওয়ায় শুধু পরীক্ষা থেকে বহিষ্কার করে বলে জানান প্রক্টোর।