রানাঘাট ধর্ষণ তদন্তে বাংলাদেশে আসতে চায় পশ্চিমবঙ্গের সিআইডি

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গের রানাঘাটের একটি কনভেন্ট স্কুলে লুটপাট ও সত্তরোর্ধ্ব এক নানকে ধর্ষণের তদন্তের সূত্রে রাজ্যের সিআইডি গোয়েন্দারা বাংলাদেশে যেতে চাইছে। পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তর থেকে এ ব্যাপারে অনুমতি চেয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। এ ঘটনার তদন্তে ইতোমধ্যেই একজন বাংলাদেশিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদের জেরা করে জানা গেছে, গত ১৪ মার্চ কনভেন্ট স্কুলে লুটপাট ও ধর্ষণের ঘটনায় যুক্তদের বেশির ভাগই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে। তদন্তকারীদের ধারণা, বাংলাদেশের দুষ্কৃতদের একটি দল এ ঘটনায় জড়িত। এর আগে খাগড়াগড় বিস্ফোরণ তদন্তে ভারতের এনআইএ’র একটি দল ঢাকা গিয়েছিলো। গত বৃহস্পতিবার মুম্বই থেকে সেলিম শেখ নামে এক বাংলাদেশিকে প্রথম গ্রেফতার করা হয়। এর পরদিনই পশ্চিমবঙ্গের হাবড়া থেকে গ্রেফতার করা হয় গোপাল সরকার নামে এক রাজমিস্ত্রিকে। তার বাড়িতেই বাংলাদেশি দুষ্কৃতরা মাঝে মাঝেই জড়ো হতো। ধৃত গোপাল সরকারই ওই ষড়যন্ত্রের অন্যতম চক্র বলে অভিযোগ করেছে সিআইডি। রানাঘাটের ওই ঘটনার সাথে যারা যুক্ত তাদের ঘটনার আগে ও পরে আশ্রয় দেয়া ছাড়াও নানাভাবে সাহায্য করেছিলো গোপাল। লুট হওয়া টাকার ভাগও সে পেয়েছে বলে তদন্তকারীদের দাবি।