রাজকীয় ভূমিকা থেকে ইস্তফা থাই যুবরাণীর

মাথাবাঙ্গা মনিটর: থাইল্যান্ডের যুবরাজ ভাজিরালংকর্নের স্ত্রী শ্রীরামসি তার রাজকীয় অবস্থান থেকে পদত্যাগ করেছেন। গত শুক্রবার থাইল্যান্ডের রাজকীয় প্রাসাদ থেকে দেয়া এক বিবৃতি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজ যুবরাণী শ্রীরামসির পদত্যাগের লিখিত অনুরোধ গ্রহণ করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে যুবরাজ ভাজিরালংকর্ন স্ত্রী’র পরিবারের রাজকীয় খেতাব ব্যবহারের অধিকার কেড়ে নেয়ার জন্য থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আদেশ পাঠিয়েছিলেন। দুর্নীতির দায়ে শ্রীরামসির সাত আত্মীয়কে গ্রেফতার করার পর যুবরাজ ওই নির্দেশ দেন। রাজকীয় প্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, “যুবরাণী শ্রীরামসি, যুবরাজ মাহা ভাজিরালংকর্নের স্ত্রী, রাজপরিবারের সদস্যের মর্যাদা থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য সম্মান প্রদর্শনপূর্বক লিখিত অনুরোধ জানিয়েছেন, মহামান্য রাজা এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।”২০০১ সালে ভাজিরালংকর্ন ও শ্রীরামসি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের একটি পুত্র সন্তান আছে। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে এই দম্পতি এখনো একসাথে উপস্থিত হলেও তারা আলাদা বসবাস করছেন বলে জানা গেছে।