যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার ভান্ডারদহের শাবানা

সরোজগঞ্জ প্রতিনিধি: যৌতুকলোভী পাষ- স্বামীর অমানুষিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নতুন ভান্ডারদহের শাবানা খাতুন। তাকে গত বুধবার সন্ধ্যায় পুলিশের সহযোগিতায় উদ্ধার করে সরোজগঞ্জ বিআরএম হাসপাতালে ভর্তি করা হয় ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের নতুন ভা-ারদহ গ্রামের আসমান আলীর মেয়ে শাবানা খাতুনের বছর ৮ আগে বিয়ে হয় জীবননগর উপজেলার পাকা গ্রামের রাইহান উদ্দিনের ছেলে বিল্লাল হোসেনের সাথে। বিয়ের ১ বছর যেতে না যেতেই যৌতুকের দাবিতে পাষ- স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবর মিলে চালাতে থাকে অমানুষিক নির্যাতন। মেয়ের সুখের কথা ভেবে আসমান আলী অনেক কষ্টে প্রথম দফায় জামাইয়ের হাতে তুলে দেন দেড় লাখ টাকা। তার কিছু দিন পর দুটি গরু। যৌতুকের টাকা কম হওয়ায় আবার ও শুরু করে নির্যাতন। নির্যাতন সইতে না পেরে শাবানা চলে আসেন পিতার বাড়িতে। স্বামী তার ভুল স্বীকার করে শাবানাকে নিয়ে যান তার নিজ বাড়িতে। এর মধ্যে গত বুধবার সকালে শাবানাকে তার পিতার নিকট থেকে ৫০ হাজার টাকা আনতে বলেন, শাবানা আনতে না চাইলে স্বামী বিল্লাল হোসেন, শ্বশুর রাইহান উদ্দিন, শাশুড়ি হালিমা খাতুন ও দেবর তরিকুল ইসলাম মিলে পিটিয়ে জখম করে বাড়িতে আটকে রাখে তাকে। শাবানার পরিবারের লোকজন জীবননগর শাহাপুর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে সরোজগঞ্জ বিআরএম হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে শাবানা বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।