যৌতুকের দাবিতেবাড়ি থেকে বিতাড়িত বিচারের আশায় তানিয়া ঘুরছে পথে পথে

কুড়লগাছি প্রতিনিধি: কানাইডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের বুদ্ধি প্রতিবন্ধি মেয়ে তানিয়াকে একই গ্রামের ইজাজুলের ছেলে বাদশা ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তারা এক সাথে মিলিত হতো। এক পর্যায়ে তানিয়ার গর্ভে বাদশার সন্তান আসে। বিষয়টি তানিয়ার পরিবার বুঝতে পারলে গ্রাম্য মাতববরদের কাছে বিচার দাবি করে। চতুর বাদশা মামলার ভয়ে ১ লাখ টাকা দেনমহরে বিবাহ করে। বিয়ের ১ মাস পরে তানিয়ার পিতার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করে বাদশা। অসহায় তানিয়ার পিতা গরিব হওয়ায় বাদশার দাবিকৃত যৌতুকের টাকা দিতে ব্যর্থ হয়। ফলে তানিয়ার ও তার পিতার ওপর নির্মম নির্যাতন দীর্ঘদিন চালিয়ে আসছে। যৌতুকের টাকা দিতে না পারলে জোর করে বাদশাও ইজাজুল মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক শাদা কাগজে টিপশই করে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে তানিয়া বিচারের আশায় পথে পথে ঘুরছে। অসহায় তানিয়ার পাশে আইনি সহায়তা দিতে মানবাধিকার সংস্থা পাশে দাঁড়িয়েছেন।