যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানিয়েছেন ইউনিট চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেছেন, ‘উন্নয়নের ধারা বজায় রাখতে যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের অনুরোধ জানাচ্ছি। গতকাল বুধবার বিকেলে রেডক্রিসেন্ট ইউনিটের ৪৫তম বার্ষিক সাধারণসভা ও নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউনিটে কার্যালয়ে এসে জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন এ মন্তব্য করেছেন।’
এ সময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য আজাদ মালিতা, শহীদুল ইসলাম শাহান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. মহ: শামশুজ্জোহা, ফেরদৌস ওয়ারা সুন্না ও রেডক্রিসেন্টের দাতা সদস্য অ্যাড. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বার্ষিক সাধারণসভার প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘রেডক্রিসেন্ট ইউনিটের উন্নয়নে সদস্যরা সক্রিয় ভূমিকা রাখতে পারেন সেজন্য যোগ্য ও দক্ষ ব্যক্তিরা যাতে নির্বাচিত হতে পারেন সেদিকে ভোটারদের সচেতন থাকতে হবে।’
এদিকে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চক্ষু হাসপাতাল ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১ হাজার ৩৬৪ জন ভোট প্রয়োগ করার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী আলহাজ মো. মনিরুজ্জামান।